৭১ এর আগে জন্মালে আমাকেও রাজাকার বানাতো!
৭১ এর আগে জন্মালে আমাকেও রাজাকার বানাতো!
আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দেওয়া হতো। ৭১-এ যদি থাকতাম, এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। এটা আল্লাহর রহমত।শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে ড. মিজানুর রহমান আজহারি বলেন, “পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দেওয়া হতো। যদি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থাকতাম, তাহলে আমাকেও রাজাকার উপাধি দেওয়া হতো।”
আরও পড়ুনঃ দেশে অস্থিরতা তৈরি করতে নতুন কৌশলে আওয়ামী লীগ
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের মনমতো হলে মুক্তিযোদ্ধা, আর না হলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। ৭১-এ আমরা দেখিনি, তবে শুনেছি মুসলিম না অমুসলিম যাচাইয়ের জন্য কালিমা পড়ার কথা বলা হতো।”
তিনি বলেন, “আমি যেখানেই যাই, নতুন প্রজন্ম আমাকে ছেড়ে দেয় না। এরা আগামীর বাংলাদেশ। এদের হাতেই আমার লাল-সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।”
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment