উল্টে যাওয়া ট্যাংকার থেকে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারালেন অর্ধ শতাধিক মানুষ

 উল্টে যাওয়া ট্যাংকার থেকে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারালেন অর্ধ শতাধিক মানুষ

নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার ট্রাক উল্টে অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি)। শনিবার (১৮ জানুয়ারি) উত্তর নাইজেরিয়ায় এই ঘটনা ঘটে।


নাইজার রাজ্যের এফআরএসসি সেক্টর কমান্ডার কুমার সুকওয়াম বলেছেন, নিহতদের বেশিরভাগই হতদরিদ্র স্থানীয় বাসিন্দা। তারা ট্রাকটি উল্টে যাওয়ার পরে ছিটকে যাওয়া পেট্রোলটি সংগ্রহ করতে ছুটে এসেছিল। তিনি এক বিবৃতিতে বলেছেন, “ট্যাংকারটি আগুনে ফেটে যায় হাতাহতের এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।এর আগে গত অক্টোবরে জিগাওয়া রাজ্যে একই ধরনের এক বিস্ফোরণে ১৪৭ জনের মৃত্যু হয়। যা আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির সবচেয়ে খারাপ ট্র্যাজেডিগুলোর মধ্যে অন্যতম।

Comments

Popular posts from this blog

‘জ্বিন তাড়ানোর’ নামে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, হাঁসুয়ার কোপে কবিরাজ নিহত

রেহানাসহ তাঁর ৩ সন্তানের বিরুদ্ধে তিন মামলা

আসন নিয়ে দুই দলের সঙ্গে আলোচনায় এনসিপি!