সিঙ্গেলদের সব দুঃখ ঘুচিয়ে দিতে বাজারে এলো সুন্দরী ‌রোবট বউ

 সিঙ্গেলদের সব দুঃখ ঘুচিয়ে দিতে বাজারে এলো সুন্দরী ‌রোবট বউ

ব্যাচেলরদের দুঃখ ঘোচাতে চীন নিয়ে এসেছে নতুন মডেলের ‘এআই ওয়াইফ’ অর্থাৎ ‘রোবট বউ’। যা কিনা আপনার সমস্ত আশা আকাঙ্খা পূরণ করবে। পাশাপাশি আপনার ঘরের সব কাজও করে দেবে।

বিয়ে না করে ব্যাচেলর হওয়ার যন্ত্র”নায় চীনের যে সমস্ত পুরুষ দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্যই এলো এই নতুন প্রযু’ক্তি।


এটি আসলে একটি সে”ক্স রোবট হলেও কথা মতো ঘরের কাজ করে দেবে। আপনার খেয়াল রাখতেও এটি সমানভাবে পারদর্শী।


আপনার স”ঙ্গীর চাহিদা মেটাবে এই নতুন প্রযুক্তি। এমনটাই দাবি বিজ্ঞানীদের।


এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম Bong trand I সংবাদমাধ্যটি আরো জানায়, আধুনিক এই বউ রোবট হাসতে পারবে, কথা বলতে পারবে, আপনাকে স্পর্শ করতে পারবে, শেয়ার করতে পারবে অনুভূতিও। তাই এ রোবট সারা ফেলেছে বিশ্ববাজারে।



Comments

Popular posts from this blog

‘জ্বিন তাড়ানোর’ নামে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, হাঁসুয়ার কোপে কবিরাজ নিহত

রেহানাসহ তাঁর ৩ সন্তানের বিরুদ্ধে তিন মামলা

আসন নিয়ে দুই দলের সঙ্গে আলোচনায় এনসিপি!