পাহাড়ে মিলল গাঁজা খেতের সন্ধান, ধ্বংস করল সেনা*বাহিনী

 পাহাড়ে মিলল গাঁজা খেতের সন্ধান, ধ্বংস করল সেনা*বাহিনী

খাগড়াছড়ির গুইমারাতে অভিযান চালিয়ে অন্তত দুই একর জমিতে গাঁজা খেতের সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সোমবার রাতে উপজেলার সিন্দুকছড়িতে অভিযান চালায় সেনা সদস্যরা। পরে মঙ্গলবার সকালে জব্দ করা গাঁজা খেতটি আগুন দিয়ে ধ্বংস করা হয়।


সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস আজিজি’র নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট দুর্গম পাহাড়ে গাঁজার চাষাবাদ করছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিতেই গাঁজা চাষের জন্য প্রত্যন্ত পাহাড়কে বেছে নিয়েছে চক্রটি। ধ্বংস করা গাঁজা খেতের বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, ‘গাঁজা খেতের গাছগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রাখবে সেনাবাহিনী

Comments

Popular posts from this blog

‘জ্বিন তাড়ানোর’ নামে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, হাঁসুয়ার কোপে কবিরাজ নিহত

রেহানাসহ তাঁর ৩ সন্তানের বিরুদ্ধে তিন মামলা

আসন নিয়ে দুই দলের সঙ্গে আলোচনায় এনসিপি!